বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কবি আব্দুল হান্নানের স্মরণসভা অনুষ্ঠিত

চর্চায়ন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২০ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৫

#

কিশোরগঞ্জের প্রতিনিধিত্বশীল সাহিত্য সংগঠন সন্দীপন সাহিত্য আড্ডার উদ্যোগে সদ্যপ্রয়াত প্রবীণ কবি, কথাসাহিত্যিক ও চিন্তক আব্দুল হান্নানের স্মরণসভা ০৮ আগস্ট ২০২৫ শুক্রবার বিকেলে কিশোরগগঞ্জের জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি কবি সাদরুল উলার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় কবির ছড়া-কবিতা থেকে পাঠ এবং তার সাহিত্য ও জীবন নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট লেখক মু আ লতিফ, কবি ও ছড়াকার বিজনকান্তি বণিক, কবি মেরাজ রাহীম, কবি আলী আকবর, সনাক-কিশোরগঞ্জের সভাপতি ও শিক্ষক স্বপন কুমার বর্মন, কবি সাইদুর রহমান, সংস্কৃতিবান তাজউদ্দীন আহমদ বকুল, আব্দুল সালাম, কবি দীপা বর্মন, কবি ও নাট্যকার আব্দুল ওয়াহাব, কলামিস্ট গাজী মজিবুর রহমান, কবি সুবর্ণা দেবনাথ, কবি সুভাষ চন্দ্র রায়, কবি ও শিক্ষক প্রবীর চন্দ্র রায়, কবি আকিব শিকদার, কবি রাশেদ মনির, কবি ইবনুল উসাইদ এবং সংগঠনের সাধারণ সম্পাদক, কবি আমিনুল ইসলাম সেলিম প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক মাশহুদা খানম, কবি আসিফ আল নূর, কবি এহছান শরীফ, এসএম জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান, নেওয়াজ শরীফ সাগর, হাকিম সুলতান আহমেদ, মোঃ শফিকুল ইসলাম উচ্ছ্বাস, মোঃ ফায়েজ উল্লাহ প্রমুখ।


আলোচনায় বক্তাগণ আব্দুল হান্নানের সাথে তাদের স্মৃতিচারণের পাশাপাশি তার সমগ্র সাহিত্যকে একত্র করে বই প্রকাশের উদ্যোগ তথা তার লেখা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি-ছড়াকার ও সংগঠনের সহ সাধারণ সম্পাদক ফরিদ উজ-জামান পলাশ।

সাহিত্য সংবাদ

লেখাটি শেয়ার করুন

Footer Top