'শারদ সাহিত্যসভা'য় সাহিত্যপ্রেমীদের মিলনমেলা।
সন্দীপন সাহিত্য আড্ডা আয়োজিত "শারদ সাহিত্যসভা" গতকাল ১২ সেপ্টেম্বর ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও কথাসাহিত্যিক রফিকুর রশীদ, খ্যাতিমান শিশুসাহিত্যিক, কবি ও সাংবাদিক রাশেদ রউফ, বিশিষ্ট শিশুসাহিত্যিক ও রম্যলেখক মাহফুজুর রহমান, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আজিজ আহমেদ হুমায়ুন, প্রবীণ লেখক ও জেলা পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক মু আ লতিফ, গুরুদয়াল সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান কাজী করিম উল্লাহ নাদিম, সনাক সভাপতি বাবু স্বপন কুমার বর্মণ, ব্যাংকার রাজীব রূপক, মোহাম্মদ আলমগীর, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আবু হায়দার মোহাম্মদ নূরে আলম, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইমদাদুল হক, নাট্যজন আতাউর রহমান মিলন, বিশিষ্ট ছড়াকার সামিউল হক মোল্লা, চর্চায়ন,চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্রের সম্পাদক নেওয়াজ শরীফ সাগর ,ভাতৃপ্রতিম সংগঠন সংস্কৃতি মঞ্চের সভাপতি জিয়াউর রহমান প্রমুখ এর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের প্রাণিত করেছে।
কবি ও গল্পকার জমাতুল ইসলাম পরাগের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠান সূচিত হয় "ধন-ধান্য-পুষ্প-ভরা" গানের মাধ্যমে। তারপর অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি হিরন আকন্দ, কবি ইবনুল উসাইদ, কবি কামরুন্নাহার সাথী, কবি রাশেদ মনির, কবি খলিল ইমতিয়াজ, কবি গোলাপ আমিন কবি আসিফুজ্জামান খন্দকার ও পারভীন শাহনাজ।
ছোট্ট সোনামনিদের আবৃত্তি অনুষ্ঠানকে অনন্য মাত্রা দিয়েছে। নুসাইবা বিনতে আকরাম, মোবাশ্বিরা ইসলাম জ্যোতি, ফারিহা জামান সারা, আয়ান এহসান অতুল্য, রাজমনি আক্তার ও ইলিয়াহ নাবিলার আবৃত্তি মুগ্ধতা ছড়িয়েছে। আবৃত্তি শিল্পী ও শিক্ষক মনিরা আজম ইতির অসাধারণ আবৃত্তি যথারীতি সকলের নজর কেড়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি আমিনুল ইসলাম সেলিম, সম্মানিত সদস্য কবি মেরাজ রাহীম, সাবেক সভাপতি, কবি ও ছড়াকার বিজন কান্তি বণিক, সনাক কিশোরগঞ্জ এর সম্মানিত সভাপতি বাবু স্বপন কুমার বর্মণ এবং অধ্যাপক কাজী করিম উল্লাহ নাদিম।
সংগঠনের সহ-সম্পদক ফরিদ-উজ-জামান পলাশ, বিটিভির তালিকাভুক্ত শিল্পী অর্পিতা দেবনাথ ও বন্ধুবর রাজীব রূপকের প্রাণজুড়নো গান অনুষ্ঠান মনে থাকবে আমৃত্যু।
প্রধান আলোচক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ এর বক্তব্য প্রাণিত করেছে সকলকে। রাশেদ ভাই এদেশের সবচেয়ে বড় মাপের সংগঠকদের একজন। বর্তমানে তাঁর মাপের কাউকে দেখি না। রাশেদ ভাইয়ের দিকনির্দেশনা আমাদের পথ প্রদর্শন করবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কবি, গল্পকার ও ঔপন্যাসিক রফকুর রশীদ এর প্রাণবন্ত বক্তব্য সকলের মন কেড়েছে। সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে তাঁর স্বভাবসুলভ রসালো উপস্থাপন মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন শ্রোতারা। এই বহুমাত্রিক লেখক আগামীতে সন্দীপন সাহিত্য আড্ডার সমূহ করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা দিয়েছেন। আমরা সন্দীপন পরিবার তথা কিশোরগঞ্জবাসী তাঁর প্রতি কৃতজ্ঞ।
যে মানুষ আপন অন্তরালে নিজেকে লুকিয়ে রেখে সারা বিশ্বকে সাজানোর ঝাণ্ডা হাতে স্বাপ্নিক পরিভ্রমণে ব্যাপৃত থাকেন, যার ব্যাক্তিত্ব বিভান্বিত বিভায়, অত্যুজ্জ্বল উজ্জ্বলতায় এবং সুন্দরতম সুন্দরতায় পরিশীলিতভাব, তিনি শ্রদ্ধেয় মাহফুজুর রহমান, বিশিষ্ট শিশুসাহিত্যিক ও বিশ্ব ভ্রামণিক। মাহফুজ স্যার নিজস্ব সাংস্কৃতিক ভাবধারায় একটি সুন্দর আগামী বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাহফুজ স্যারের প্রীতিধন্য সন্দীপন সাহিত্য আড্ডা পরিবার।
লেখাটি শেয়ার করুন