বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পুলসিরাত

আসিফ আনজুম

🕒 প্রকাশ: ১২:৪৩ পূর্বাহ্ন, ১৭ই আগস্ট ২০২৫

#

তোমার নীল শাড়িটার বুকে এক টুকরো আকাশ
মেঘেদের মতো শুভ্র শরীরটা ঢেকে আছে 
কখনও অভিমানে কালো অথবা বিষাদের নীলে
এক কাপ চায়ে তোমাকে অনুভব করি গোধূলিতে। 

সম্পর্কের বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছে হৃদয় 
চোখের নিমিষে ভাঙনের মতো ভেসে যাচ্ছে সময়
ঘড়ির শব্দে মিশেছে যেন পাতা ঝরার বিষন্নতা 
তোমার ঠোঁটে রংহীন ছেড়ে যাবার সংলাপ।

জীবনের সাথে জীবন ঘেষে জ্বলে উঠেছে আগুন
আমি সাত পাচ না ভেবে ঝাপ দিয়েছি, তুমি দেবে?

কবিতা প্রেমিকা

লেখাটি শেয়ার করুন

Footer Top