বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আসিফ আনজুম এর অনুকাব্য

আসিফ আনজুম

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ২৪শে মে ২০২৫

#

তুমি তোমার চুলগুলো বড় রেখ,

আমি একদিন সময় করে কাঁদতে চাই।

-------------------

তোমার আঙুলের ফাঁক বেয়ে অনুভূতির বরফ গলুক,

খুব দুপুরে একটা ঘুঘু ডাকুক।

--------------------

আমি হারিয়ে ফেলেছি নিজেকে, 

যেভাবে শৈশব হারিয়ে যায় জীবন থেকে।

------------------

নিয়তির ঘেরাটোপে তুমি অন্যঘরে!

ঐকিক নিয়মে আমার রাজ্যেজুড়ে।

------------------

নিরবতা ও মৌনতার অনুবাদ হয়না! 

বসন্তের ঝরে যাওয়া পাতার শব্দ বুঝতে হয়।

কবিতা

লেখাটি শেয়ার করুন

Footer Top