তুমি তোমার চুলগুলো বড় রেখ,
আমি একদিন সময় করে কাঁদতে চাই।
-------------------
তোমার আঙুলের ফাঁক বেয়ে অনুভূতির বরফ গলুক,
খুব দুপুরে একটা ঘুঘু ডাকুক।
--------------------
আমি হারিয়ে ফেলেছি নিজেকে,
যেভাবে শৈশব হারিয়ে যায় জীবন থেকে।
------------------
নিয়তির ঘেরাটোপে তুমি অন্যঘরে!
ঐকিক নিয়মে আমার রাজ্যেজুড়ে।
------------------
নিরবতা ও মৌনতার অনুবাদ হয়না!
বসন্তের ঝরে যাওয়া পাতার শব্দ বুঝতে হয়।
লেখাটি শেয়ার করুন