সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকা হতে গেলে

আসিফ আনজুম

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

জানো তো প্রেমিকা হতে গেলে,

আকর্ষণ করার ক্ষমতা থাকা লাগে,

বুকের ওমে প্রেমিকের চোখের জল শুকাতে হয়,

প্রতিবার করা একই ভূলগুলোকে ক্ষমা করতে হয়।


ঠোঁটে একটা আস্ত হৃদয় নিয়ে চুমু খেতে হয়,

চোখের মায়াবী চাহনিতে মৃদু শাষন করতে হয়,

কাঁধে হাত রেখে ক্লান্তি ও হতাশাকে দূর করতে হয়,

তখন প্রেমিকা,মানবী ও ফুলের মধ্যে কোন পার্থক্য থাকেনা।

কবিতা প্রেমিকা

লেখাটি শেয়ার করুন

Footer Top